Answer :

Answer:

Please mark my answer as the BRAINLIEST and follow me dear ❤️ ✨

ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন:-

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতে শ্রমিক আন্দোলন জোরদার হয়ে উঠেছিল। যুদ্ধের ফলে একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধিপায়, অন্যদিকে মজুরি হ্রাস পায় ।১৯৩৯ খ্রিস্টাব্দে ২রা অক্টোবর বোম্বাই শহরে ৯০,০০০ শ্রমিক যুদ্ধ বিরোধী ধর্মঘটে অংশগ্রহণ করে ।১৯৩৯খ্রিস্টাব্দে কলকাতা,জামশেদপুর,ঝরিয়া,ধানবা্‌দ,ডিগবয়, বোম্বাই,প্রভৃতি শহরে শ্রমিক কর্মচারীরা মহার্ঘভাতা বৃদ্ধির দাবীতে ধর্মঘট করে। এমত অবস্থায় গান্ধিজী ১৯৪২খ্রিঃ আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন । কিন্তু তার আগে হিটলার রাশিয়া আক্রমণ করলে এবং রাশিয়া মিত্রশক্তিতে যোগদান করে অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই শুরু করলে বামপন্থী বা কমিউনিস্ট পার্টি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মিত্র পক্ষকে সমর্থন করে ।ফলে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই জনযুদ্ধে পরিণত হয় । স্বাভাবিকভাবে ভারতে কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে । কিন্তু গান্ধিজি গ্রেপ্তার হলে শ্রমিকরা কারো নির্দেশ ছাড়াই এক সপ্তাহ ধর্মঘট ও হরতাল পালন করে ।ঐতিহাসিক জ্ঞানেন্দ্র পান্ডেরর মতে এক্ষেত্রে গান্ধিজির ‘ক্যারিশমা’ বিশেষ গুরুত্বপূর্নছিল।দিল্লী,কানপু্‌র,লক্ষ্মৌ, বম্বে,নাগপুর,জামশেদপুর, মাদ্রাজ,ব্যাঙ্গালোর, ও আমেদাবাদে শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়েছিল।

Hope this helps you dear ❤️ ❄️

Stay blessed always

THANK U (⁠◕⁠ᴗ⁠◕⁠✿⁠)

Other Questions